#ডিএনসি_দিনাজপুর: দিনাজপুর সদরের এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ০১ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার । তারিখ: ০৪/০১/২০২৪।
মামলা -০১, আসামী-০১।
০৪/০১/২০২৪ খ্রিঃ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দিনাজপুর সদরের মিশন রোড এলাকায় মোছাঃ রেশমা আকতারের (৩৯) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত মোছাঃ রেশমা আকতার, স্বামী: মো: এরশাদ আলম-কে ৫০ পিস ইয়াবা ও ০১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস