Title
#ডিএনসি_দিনাজপুর: সদর উপজেলার এক বসতবাড়িতে অভিযানে ১৩ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেপ্তার। ০৯/০১/২০২৪। মামলা -০১, আসামী-০২।
Details
০৯/০১/২০২৪ খ্রিঃ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দিনাজপুর সদরের খোসালপুর দক্ষিণ আদিবাসী পাড়া এলাকায় দিলিপ মার্ডি (২৪) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত দিলিপ মার্ডি, পিতা-শ্যামল মার্ডি-কে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হলেও তার সহযোগী শ্রী রঞ্জন রায় (৩২), পিতা- মনমন্থ রায় পালিয়ে যায়।
এ
ঘটনায় মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
https://www.bd-pratidin.com/country/2024/01/09/956557?fbclid=IwAR2teprvNwCa30nUhPa5mXuZggWxrWhNHSjgaMWfVV_hr5E6F6IR8RReZ_w