Title
#ডিএনসি_দিনাজপুর: সদর উপজেলার এক বসতবাড়িতে মধ্যরাতের অভিযানে ০৮ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেপ্তার। ০৫/০১/২০২৪। মামলা -০১, আসামী-০২।
Details
০৫/০১/২০২৪ খ্রিঃ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দিনাজপুর সদরের শেখহাটি এলাকায় শ্রী সন্ধ্যা রায় ওরফে ঝুলকির (৪৩) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত শ্রী সন্ধ্যা রায় ওরফে ঝুলকি স্বামী-মৃত. পুরন জয় ও তার সহযোগী মোঃ নাজমুল হক ভূঁইয়া (৪৫) পিতা- মৃত. আবদু মিয়া ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
এ
ঘটনায় মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
https://www.bd-pratidin.com/country/2024/01/05/955181?fbclid=IwAR1icS2cVFBzw5FbxUA6Kanrz8AmpIYkjY7mFiIuEbh4ty6bdCaAay-U0Ks